শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে আড়াই হাজার হেক্টর ধানক্ষেত মৌসুমি গরম বাতাসে ক্ষতিগ্রস্ত

আল আমীন: [২] চলতি সপ্তাহে টানা কয়েক ঘণ্টার বাতাসে ধানের এ ক্ষতি হয় বলে ধারণা করছেন স্থানীয় কৃষকরা।

[৩] কৃষি অফিস সূত্র জানায়, এ বছর জেলার দুই লাখ ৬৩ হাজার ৭৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। প্রথম দিকে ফলনও ভালো হয়েছিল। সম্প্রতি গরম হাওয়ায় জেলার আনুমানিক দুই হাজার ৬৩০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এরমধ্যে ত্রিশাল উপজেলার একহাজার ৫৮০ হেক্টর, গফরগাঁও ৪০০ হেক্টর, ঈশ্বরগঞ্জ ২০০ হেক্টর এবং গৌরীপুর ১২৫ হেক্টরসহ জেলা সদরসহ ১৩ উপজেলায় ফসলের ক্ষতি হয়েছে।

[৪] শনিবার (১০ এপ্রিল) সরেজমিনে খোঁজ নিয়ে জানায়, জেলার সদর উপজেলার চর দূর্গাপুর, চর ভবানীপুর, কোনাপাড়া, আনন্দীপুর, সিরতাসহ বিভিন্ন গ্রামের ধান নষ্ট হয়। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চর গোবিন্দপুরে কয়েকশ’ হেক্টর ধান নষ্ট হয়েছে।

[৫] এ বিষয়ে কথা হয় চর ঈশ্বরদিয়ার কৃষক শফিকুল ইসলাম জানান এক একর জমিতে আমি হাইব্রীড ধান চাষ করেছিলাম। গত সপ্তাহে রাতে গরম বাতাসে প্রায় ধান নষ্ট হয়ে গেছে।

[৬] এ বিষয়ে কথা গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের কৃষক আবুল কাশেম জানান, ‘রোববার বিকালে থেকে শুরু হওয়া কালবৈশাখীর গরম বাতাসে জমির ধান পুড়ে সাদা হয়ে গেছে। এখন বউ-বাচ্চা নিয়ে মরন ছাড়া উপাই নাই।’

[৭] অনেক কৃষক নিজের শেষ সম্ভল গরু, গাছ, সমিতি ও কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদে ব্যয় করেছে। চলতি মৌসুমের বোরো আবাদের ফসল নষ্ট হওয়ায় ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন না।

[৮] সদর উপজেলা কৃষি অফিসার তাহমিনা জানান, উপজেলা বিভিন্ন গ্রামে মৌসুমি গরম বায়ু প্রবাহের ফলে ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।

[৯] এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. মতিউজ্জামান বলেন, ‘ক্ষতির কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল মাঠ পর্যায়ে কাজ করছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গরম বাতাসে ধানের রেনুগুলো ঝলছে পড়েছে। ফ্যাকাসে রূপ ধারণ করেছে। অচিরেই ক্ষতির পরিমাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষকের ক্ষতির বিষয়টি বিবেচনা করা হবে।’

[১০] এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, চলতি মৌসুমে হঠাৎ করে বোরো আবাদের ধান ক্ষয়-ক্ষতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়