শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে টি- টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অঙ্গীকার সৌরভ গাঙ্গুলির

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএল উন্মাদনার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। দৈনন্দিন আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে ইতিমধ্যেই। এমন অবস্থায় আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন উঠলেও টুর্নামেন্ট নিজের সময়মতোই অনুষ্ঠিত হচ্ছে। এবার বিশ্বকাপ আয়োজন নিয়েও মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

[৩] বছরের শেষদিকে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয় বিশ্বকাপ। কিন্তু এ বছর ভারতে বিশ্বকাপ হচ্ছে, আর সেই বিশ্বকাপকেই সবচেয়ে সেরা বানাতে বদ্ধপরিকর সৌরভ। তার তরফ থেকে অন্যান্য রাজ্য সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে একথার উল্লেখ করেছেন বোর্ড সভাপতি।

[৪] সেই চিঠিতে সমস্ত রাজ্য সংস্থাগুলির সভাপতি ও সচিবদের উদ্দেশ্যে সৌরভ বলেন, আমি আশা রাখছি আমরা শিগগিরই আবার আগের মত পরিবেশে ফিরবো। একটা পূর্ণাঙ্গ মওশুমের পাশাপাশি এক দুর্দান্ত আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়েজন করতে আমরা সফল হব। তবে শুধু ডোমেস্টিক ক্রিকেট নয়, জুন-জুলাই মাসে অনুর্ধ্ব-১৯ পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনেও উদ্যোগী সৌরভ।

[৫] করোনা পরিস্থিতে প্রতিনিয়ত জৈব-সুরক্ষা বলয়ে থেকে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। জৈব বলয়ের ক্লান্তির কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অজিযুগল মিচেল মার্শ এবং জোশ হ্যাজেলউড। দীর্ঘ সময় ধরে পরিবার পরিজনদের থেকে দূরে থাকা ব্যাথিত করে তুলছে ক্রিকেটারদের। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমন অভানবনীয় পরিস্থিতে খেলা চালিয়ে যাওয়া সকল ক্রিকেটাকরকে সাধুবাদ জানিয়েছেন। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়