শিরোনাম

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:৩০ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রীয় নয়, রাজকীয় শেষকৃত্য হবে প্রিন্স ফিলিপের, ৮ দিনের আনুষ্ঠানিক শোক পালন করবেন রানি

আসিফুজ্জামান পৃথিল: [২]তার মৃত্যু উপলক্ষে শুক্র ও শনিবার যুক্তরাজ্য জুড়ে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয় অনুষ্ঠান না হওয়ার কারণ সম্পর্কে বলা হচ্ছে, তিনি নিজেই এটিকে অতিরঞ্জন হিসেবে করতে না করেছেন। এর বদলে উইনসর ক্যাসেলের সেইন্ট জর্জ চ্যাপেলে তার সার্ভিস অনুষ্ঠিত হবে। ডেইলি মেইল

[৩] তবে অন্য রাজকীয় মৃতদের মতো তার শেষযাত্রায় আড়ম্বরের সম্ভাবনা বেশ কম। কারণ করোনা সংক্রান্ত বেশকিছু বিধিনিষেধ এখনও রয়েছে যুক্তরাজ্যে। এছাড়াও দেশটিতে লকডাউন চলছে, যা ১২ এপ্রিল উঠে যাবে। দ্য সান

[৪] রাজপরিবারের জেষ্ঠ্যতম কর্মকর্তা লর্ড চেম্বারলিনকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত আয়োজনের। কাঠের ফ্রেমে একটি শোকবার্তা লিখে তা বাকিংহাম প্যালেসের বাইরের রেলিংয়ে লাগানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে তাকে গান স্যালুট দেওয়া হবে, কারণ তিনি সামরিক বাহিনীর সদস্য ছিলেন। নিজের মামা লর্ড মাউন্টব্যাটনের মতো তিনিও ব্রিটিশ নৌবাহিনীকে সেবা দিয়েছেন। স্টার

[৫] কিছুদিন ফিলিপের মরদেহ ‘বিশ্রামে’ রাখা হবে। তবে সেইন্ট জেমস প্রাসাদ আর চ্যাপেল রয়েলের মধ্যে তার দেহ বেশ কয়েকবার আনা নেওয়া করা হতে পারে। আগামী কয়েকদিন একাধিকবার জাতীয় টেলিভিশনে ভাষণ দিতে পারেন এলিজাবেথ। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়