শিরোনাম

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে মাটি কাটার সময় পাড় ধ্বসে যুবকের মৃত্যু

ওমর ফয়সাল : [২] চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার সময় পাড় ধ্বসে মুহাম্মদ সাকেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ভূজপুর সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া নতুনপাড়া এলাকায় হালদা নদীর চরে এ ঘটনা ঘটে। নিহত সাকেল নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড লালমাটি এলাকার হাজী আব্দুল করিম সওদাগর বাড়ির মৃত বেলালের ছেলে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, সাকেল পেশায় একজন দিনমজুর। সে ওই অবৈধ বালি মহালটিতে শ্রমিক হিসেবে নিয়োজিত। প্রতিদিনের মত শুক্রবার সকালেও ঐ স্থান থেকে মাটি কেটে একটি চাঁদের গাড়িতে ভরে দিচ্ছিল। এ সময় হঠাৎ উপর থেকে বিশাল একটি মাটির পাড় সাকেলের উপর ধ্বসে পড়লে মাটি চাপায় সে প্রাণ হারায়। পরে শ্রমিকরা সহ স্থানীয়রা তাকে মাটি খুঁড়ে সেখান থেকে উদ্ধার করে।

[৪] এ ব্যাপারে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। যতবড় সিন্ডিকেট হোক কেন, এর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান ওসি।

[৫] স্থানীয় সূত্রে জানা গেছে, হালদা নদীর সিসি ব্লক ও বেড়িবাঁধ আশেপাশে প্রায় ২০-২৫টি স্পট থেকে স্থানীয় কতিপয় সিন্ডিকেট অবৈধভাবে মাটি ও বালি কেটে পাচার করছে দীর্ঘদিন যাবৎ। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো ফল আসেনি। বরং অভিযোগ করে সিন্ডিকেটের রোষানলে পড়ে লাঞ্ছিত হয়েছেন বলেও জানান ভুক্তভোগী অনেকে।  সম্পাদনা: জেরিন আাহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়