শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে ফ্লিমিস্টাইলে চুরি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: [২] গাড়ি নিয়ে এলো, চুরি করলো আবারও নিরাপদে চলে গেলেও।কেউ টের ও পেলনা। এ যেন ধুম ফ্লিমি স্টাইলে চুরির মতো। উপজেলা সদরের সুবিদখালী গার্লস স্কুল রোডে এবং মির্জাঞ্জ থানাট গেটের সাথে এক রাতে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। দুটি ঘরে চুরি করে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকায় ইব্রাহীম ট্রেডার্সে তৃতীয় দোকানে প্রবেশ করার সময় সিসি ক্যামেরা দেখতে পেয়ে ক্যামেরা দুটো ভেঙে তারা চলে যায়। ওই দোকানে সিসি টিভির ফুটেজ থেকে দেখা যায় তিন মুখোশধারী একটি সাদা রংয়ের পিকাপে করে এ চুরি করে।

[৩] ওই ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায় যে, শুক্রবার রাত ২-৩ টার মধ্যে থানার সামনে বশির হাওলাদারের পার্টসের দোকানের তালা ভেঙে ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল ও নগদ ১লাখ ৩০ হাজার টাকা এবং একইভাবে গার্লস স্কুল রোডের আইয়ুব আলী খানের পার্টেসের দোকান থেকে প্রায় ১ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোর।

[৪] সকালে খবর পেয়ে মির্জাগঞ্জ থানার এসআই মোঃ কামরুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসি টিভিটর ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করেন।

[৫] মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ জানান, এ চক্রের সাথে জড়িত মোঃ এলিম প্যাদা ও মোঃ বেল্লাল বিশ্বাস নামে দুজনকে আট করা হয়েছে। এসময় চারটি অটোরিকশার ব্যাটারি ও একটি অটোরিকশা উদ্ধার কার হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হবে এবং বাকীদের আটকের চেষ্টা অব্যাহতসহ ও রাতে টহল জোরদার করা হবে। তবে সিসি ফুটেজের ব্যক্তিদের আটক করা যায়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়