শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী‌তে জেলা প্রা‌নিসম্পদের উ‌দ্যো‌গে প্রা‌ণিজ পু‌ষ্টি‌তে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উ‌দ্ধোধন

ইউসুফ মিয়া:[২] রাজবাড়ীর সদর উপজেলায় কোভিড -১৯ ভাইরা‌সের মহামারীর অবস্থা বি‌বেচনার পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে সকাল থেকে শুরু হওয়া ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কার্যক্রমের উ‌দ্ধোধন করা হ‌য়ে‌ছে।৯ এ‌প্রিল শুক্রবার সকা‌লে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন এলাকায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায়, বাংলাদেশ ডেইরী ও পোলট্রি ফার্মার্স এসোসিয়েশনের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

[৩] এসময় উপ‌স্থিত ছি‌লেন রাজবাড়ী সদর উপজেলা প‌রিষদ চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস তি‌নি টেলিফোনে এই কার্যক্রমের শুভ উ‌দ্ধোধন করেন।এই উ‌দ্ধোধনী অনুষ্ঠা‌নে কর্মসূচীকে কার্যকর ও সম্প্রসারণে সার্বিক পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ।

[৪] অনুষ্ঠান উ‌দ্ধোধনী শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাকিল আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ অচিন্ত কুমার বিশ্বাস, ডেইরী ফার্মার্স এসোসিয়েসনের যুগ্ন সম্পাদক ওমর আলী, এলএফএ বীথি খাতুন, এলএসপি শ্রাবণসহ প্রমুখ।

[৫] উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ জানান ৯ এপ্রিল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান থাকবে। এই কর্মসূচীকে সফল করতে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার।

[৬] সার্বিক সহযোগিতা করেছেন ডেইরী এ্যাসোসিয়েশনের রাজবাড়ী এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং রাজবাড়ী সদর উপজেলার সাধারন সম্পাদক জনাব আবুল হোসেন গাজী।

[৭] ভ্রাম্যমাণ পিকআপটি শুক্রবার সকাল থে‌কে রাজবাড়ীর প্রেসক্লাব, উপজেলা পরিষদ, মুরগির ফার্ম (নতুন বাজার) এবং পুলিশ লাইন সংলগ্ন এলাকায় বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তী‌তে ক্রেতাগ‌ণের চাহিদা বিবেচনা করে বিক্রয় স্পট গু‌লো নির্ধারণ করে এ কার্য্যক্রম আ‌রো স্থান বাড়ানো হতে পারে।সম্পাদনা:অনন্যা আফরিন‌

  • সর্বশেষ
  • জনপ্রিয়