শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলনগরে ভুলুয়া নদীতে রাতের আধারে অবৈধ মাটি কাটায় বহনকারী ট্রাক্টর ও ভেকু আটক

আমজাদ হোসেন:[২] লক্ষ্মীপুরের কমলগরে অবৈধভাবে মাটি খনন এবং পরিবহনের দায়ে ৪টি ট্রাক্টর ও ভেকু মেশিন আটক করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের রহিমগঞ্জ বাজার এলাকার ভুলুয়া নদীতে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

[৩] বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভুলুয়া নদী থেকে অবৈধভাবে মাটি খনন করে বিক্রি করছে একটি মহল। খবর পেয়ে রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে একটি ভেকু মেশিন ও চারটি অবৈধ ট্রাক্টর আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

[৪] স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মোঃ সিরাজুল ইসলাম অবৈধভাবে রাতের আধারে ভুলুয়া নদী থেকে মাটি খনন করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে একদিকে সরকারি সম্পত্তি বেদখল হচ্ছে অন্যদিকে ট্রাক্টর চলাচলে গ্রামীণ সড়কগুলো ধ্বংস হচ্ছে।

[৫] স্থানীয়রা আরও জানান,গত কয়েক বছর যাবত ভুলুয়া নদীতে পানি শুকালে প্রভাবশালীরা তাদের জমি দাবি করে মাটি কেটে অন্যত্র বিক্রি করে। এবং পানি থাকা অবস্থায় মাছ ধরার জন্য জবর দখল করে।

[৬] এদের বাধাঁ দিলে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে। যার কারণে এদের বিরুদ্ধে কেউ দাড়াঁতে পারে না। তারা এসব প্রভাবশালী জোর দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা দাবি জানান।

[৭] এছাড়া ভুলুয়া নদীতে অবৈধ বাঁধ দিয়েছে একটি মহল। এতে নদী পানি প্রবাহ বন্ধ হচ্ছে। নদীটি মৃতে পরিণত হচ্ছে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়