শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন ডলারের ওপর থেকে নির্ভরতা কমাতে চান এরদোগান

কূটনৈতিক প্রতিবেদক: [২] মহামারিতে স্বাস্থ্যগত সংকটে কৌশল নির্ধারণের  আহ্বান ইমরান খানের।

[৩] বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ হাসান রুহানির।

[৪] কভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের তাগিদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।

[৫] বৃহস্পতিবার ডি-৮ শীর্ষ সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন রাষ্ট্র ও সরকার প্রধানরা। সম্মেলন থেকে ৩৮ দফা ঢাকা ঘোষণায় করোনা মহামারি ও এর প্রভাব মোকাবেলায় সদস্য দেশগুলোর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

[৬] তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, মুদ্রার ঝুঁকি থেকে আমাদের দেশগুলোকে রক্ষায় স্থানীয় মুদ্রায় বাণিজ্যের ওপর জোর দেওয়া অপরিহার্য। ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারের আহŸান পুনর্ব্যক্ত করেন।

[৭] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, অর্থনৈতিক সংকট থেকে দ্রæত মুক্তির জন্য আমাদের অবশ্যই অর্থনৈতিক ও সম্পদ বরাদ্দ দিতে হবে।

[৮] ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি একটি ন্যায্য, বৈষম্যহীন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার ওপর জোর দেন। ডি-৮ দেশগুলোতে যৌথ উদ্যোগে বিনিয়োগের ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

[৯] মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন, ইন্টারনেট হবে আগামী দিনে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যম।

[১০] ইরানে ডি-৮ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়েছে সদস্য দেশগুলো।

[১১] ঢাকায় চারদিন ধরে চলা উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়। বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ারের দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চেয়ারের সভাপতি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়