শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে একজনকে দুই বছর, অপর জনকে তিন মাসের কারাদণ্ড

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকা থেকে মাদক সেবন ও ছিনতাই করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই বছর ও অপর জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

[৩] দণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মাসুম হোসেন (৩২), সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেন মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাসেল হোসেন (২৬)।

[৪] ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সুত্রে জানা গেছে, মাসুমকে মাদক সেবন ও মাদক রাখার অপরাধে গত বুধবার বিকেলে উপজেলার গোয়ালবাথান এলাকা আটক করেন কালিয়াকৈর থানার এসআই কামরুজ্জামান। এবং ওই দিন বিকালে চুরি ও ছিনতাইয়ের অপরাধে ডাইনকিনি এলাকা থেকে এসআই আইনুল হক আসামি রাসেল হোসেন কে আটক করে।

[৫] পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাসুম হোসেনকে দুই বছরের কারাদণ্ড প্রদান এবং রাসেল হোসেনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

[৬] উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী জানান, ওই দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়