শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিআর ল্যাবে এসে অন স্পট রেজিস্ট্রেশন ও করোনা শনাক্তের পরীক্ষা করা যাবে: উপচার্য

শাহীন খন্দকার: [২] বিএসএমএমইউর ফিভার ক্লিনিকে একশ শয্যার করোনা ইউনিট চালু । বৃহস্পতিবার ডা. মিল্টন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এতথ্য জানান। প্রাথমিকভাবে ৫০টি শয্যা নিয়ে বেতার ভবনের করোনা ইউনিটে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ। পরবর্তীতে আরও ৫০টি শয্যা বৃদ্ধি করা হবে।

[৩] তিনি গত ২৯ মার্চ দায়িত্ব গ্রহণের পর একশ শয্যাসহ ২০টি কেবিন বৃদ্ধি করেছেন। আইসিইউ বেড ও ১০টি বৃদ্ধি করা হবে বলে জানান। এছাড়াও কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে অতিরিক্ত ১৫০টি করোনা বেড, ১০টি আইসিইউ বেড এবং ২০টি কেবিন বৃদ্ধি করার কথা বলেন। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, ঈচঅচ মেশিন, আরটিপিসিআর মেশিন বৃদ্ধির কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান।

[৪] ডা. মো. শারফুদ্দিন বলেন, বর্তমানে আফ্রিকান ভ্যারিয়েণ্টে ৮১ শতাংশ মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এতে রোগীদের মৃত্যুহার কম হলেও দীর্ঘমেয়াদী বিভিন্ন সমস্যায় ভোগেন। করোনা মোকাবিলা প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, একই কক্ষে একটানা আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার বেশি অনেক মানুষ থাকা যাবে না।

[৬] সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের স্মার্ট ফোন নাই বা স্মার্টফোন ব্যবহারে অক্ষম তারা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে এসে অন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করতে পারবেন।

[৭] অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বেতার ভবনে ফলক উন্মোচন করে নতুন করোনা ইউনিট ইউনিটের উদ্বোধন করেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিয়মিত গরম পানির গড়গড়া এবং কমপক্ষে দিনে তিনবার গরম পানির ভাপ নিতে পরামর্শদেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়