স্বপন দেব:[২] মৌলভীবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মাসুক মিয়া করোনায় মৃত্যু বরন করেন। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের সামছুদ্দিন হাসপাতালে মৃত্যবরণ করেন। তিনি পশ্চিম ধরকাপন এলাকার ইনছান উল্লার পুত্র।
[৩] তিনি গত ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মাসুক মিয়ার নামাজে জানাজা শেষে রাত সাড়ে ১০ ঘটিকায় পশ্চিম ধরকাপন এলাকায় কবরস্থানে দাফন করা হয়েছে।
[৪] তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ জানান, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এর নির্দেশনায় মৃত ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন করেছেন।সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ প্রতিবেদককে জানান, চলতি বছরের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমে হলেও সম্প্রতি আবারও বাড়ছে।
[৫] সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমণ রোধে সরকার লকডাউন ঘোষণা করলেও অনেকেই তা মানছেন না। এতে করে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। করোনা শনাক্তে ১৩৮ টি নমুনা পরীক্ষার জন্য পাঠালে সেখান থেকে ২২ জনের পজেটিভ এসেছে।
[৬] করোনা শনাক্তের হার ১৬ ভাগ। আক্রান্ত রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত সরকারি হিসেবে জেলায় মারা গেছেন ।সম্পাদনা:অনন্যা আফরিন