শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া তান্ডব: খোলা আকাশের মেয়রের দায়িত্ব গ্রহণ

তৌহিদুর রহমান: [২] গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বসার কোনো স্থান না থাকায় পৌরভনের সড়কের সামনে অস্থায়ী কার্যালয় বানিয়ে কার্যক্রম পরিচালনা শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

[৩] বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খোলা আকাশের নিচে বসেই দায়িত্বভার গ্রহণ করেছেন পৌরসভার নবনির্বাচিত মেয়র নায়ার কবির ও কাউন্সিলররা।

[৪] দায়িত্বভারগ্রহণ অনুষ্ঠানে মেয়র নায়ার কবির বলেন, হেফাজতের হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে পৌরসভা ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে সকল রেকর্ডপত্র, নথিপত্র ও দেড়শ বছরের ঐতিহ্যকে। এই ঘটনার দুঃখ করার ভাষা নেই। বর্তামানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে মেয়রের দায়িত্ব নিতে হয়েছে।

[৫] তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পৌর নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেজন্য দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা চালুর চেষ্টা চলছে। সকলের সহযোগীতা না পেলে ধ্বংস্তূপে পরিণত পৌরসভার সেবা চালু করা সম্ভব হবে না।

[৬] এ সময় পৌরসভার সচিব মো. শামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী মো. কাউসার আহমেদ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।

[৭] উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হন নায়ার কবির। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়