শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়োজনে রাত্রিকালীন কারফিউ বিবেচনা করতে পারে সরকার: লেনিন চৌধুরী

মিনহাজুল আবেদীন: [২] বুধবার বিবিসি বাংলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেনিন চৌধুরী আর বলেন, সংক্রমণ ছড়ানোর জন্য ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে ঘিরে চিন্তাভাবনা শুরু হয়েছে। এইজন্য মঙ্গলবার মাদ্রাসাগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে এবং ধর্মীয় উপাসনালয়েও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

[৩] এই বিশেষজ্ঞ বলেন, সমস্ত সভা সমাবেশ, মেলা ও খেলা বন্ধ করতে হবে। দোকানপাট অফিস ছয় ঘণ্টা খোলা রাখা উচিত। পরিস্থিতির ওপর লকডাউনের জন্য সেনাবাহিনীর সহায়তা নিতে হবে।

[৪] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানা বলেন, লকডাউন ছাড়া সংক্রমণের গতিরোধের আর কোনও বিকল্প নেই। পুলিশ ও আর্মি দিয়ে অন্য দেশে কন্ট্রোল করা হয়েছে, আমাদের দেশেও তা করতে হবে।

[৫] তিনি বলেন, জমায়েত বন্ধে কঠোর ব্যবস্থা করতে হবে। লকডাউনে যারা ক্ষতিগ্রস্ত হবে, তাদেরও সহায়তা নিশ্চিত করতে হবে।

[৬] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে লকডাউন কার্যকর করার উপায় খুঁজতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করলে হবে না। শুরুর দিকে যা করা হয়েছিলো তা এখন করলে হবে না। যাতায়াত নিয়ন্ত্রণসহ কোন কোন জায়গা খুলে দেয়া উচিত। সেই বিষয়গুলোর প্রতি মনোযোগী হতে হবে। সম্পাদনা: রাশিদ

 

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়