শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাংশায় পদ্মানদীতে ধুধু বালির চর ঘোড়ার গাড়ীতে হচ্ছে একমাত্র যাত্রী পারাপার

ইউসুফ মিয়া:[২] রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর অংশে পদ্মা নদীর ধুধু বালির চর যাত্রী ও পথচারীরা পাড় হচ্ছে ঘোড়ার গাড়ীতে চ‌ড়ে বা‌লির কার‌ণে কোন যানবাহন চলাচল কর‌তে পার‌চ্ছে না তাই বে‌চে নি‌য়ে‌ছে ঘোড়ার গাড়ী।

[৩] এছাড়াও পদ্মা নদীর উপকুলে হাবাসপুরবাসীরা জানান বৈরী আবহাওয়া এবং পরিবেশ গত কারনে এবারে হাবাসপুরের পদ্মা নদী খেওয়া ঘাট থেকে পাংশার অংশ পর্যন্ত পদ্মা নদীতে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পথে বালির চর পড়ে গে‌ছে তার জন্য যাত্রী‌দের এ‌তো ভোগা‌ন্তি।

[৪] তবে উত্তরে পাবনা জেলার সাত বাড়ীয়া উপজেলা অংশে পদ্মা নদীর গতিপথ সচল আছে। কোন এক সূ‌ত্রে জানান যায় যে পাবনা জেলার সাত বাড়ীয়া খেওয়া ঘাট থেকে সাত বাড়ীয়া পর্যন্ত যাত্রীরা নৌকায় নদী পাড় হওয়ার পর পরই তাদেরকে ঘোড়ার গাড়ীতে করে ধুধু বালির চর পাড়ি দিয়ে হাবাসপুর খেওয়া পর্যন্ত আসতে হয়।

[৫] উত্তপ্ত এই বালি পথে ভ্যান রিকশা ইজিবাইক এবং অন্য কোন পরিবহন চলাচল না করায় যাত্রীদের আসা যাওয়ার একমাত্র প্রধান পরিবহন ঘোড়ার গাড়ী।তাও আবার দুই কিলোমিটার পথ যাত্রীপ্রতি গুনতে হয় ৩০ টাকা। অনেক যাত্রীর ঘোড়ার গাড়ী ভাড়ার টাকা না থাকায় শিশু এবং ব্যাগ নিয়ে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।

[৬] সরোজমিনে গিয়ে এই দৃশ্য দেখা যায় এবং দীর্ঘদিন ধরে যাত্রীরা ঘোড়া গাড়ীতে পদ্মা নদীর ধুধু বালির চর পাড় হতে হ‌চ্ছে।স্থানীয় চলাচলকারী‌দের ম‌ধ্যে ব‌লেন, এই এলাকার জনগ‌নের একমাত্র যাতায়া‌তের সড়ক হ‌চ্ছে বা‌লির উপ‌রে ঘোড়ার গাড়ী দি‌য়ে এলাকার মানুষ হঠাৎ ক‌রে অসুস্থ্য হ‌য়ে প‌রে তাহ‌লে চি‌কিৎসার জন্য কোন হাসপাতা‌লে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে নি‌‌তে হ‌লে নেই কোন এম্বু‌লেন্স নেই কোন যানবাহ‌নের দেখা রাস্থায় মারা যে‌তে হ‌বে।

[৭] সব‌চে‌য়ে বড় সমস্য প্রসূ‌তি গর্ববতী মা‌য়ের সু চি‌কিৎসার জন্য কোন চি‌কিৎসা দি‌তে পা‌রি না সব‌কিছু মহানরাব্বুল আলামী‌নের উপ‌রে ভরসা ।‌সম্পাদনা:অনন্যঅ আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়