শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৩২ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মাদ এ আরাফাত: এদেশের মানুষ রাজাকারদের বর্জন করেছে, ইসলামকে নয়

মোহাম্মাদ আরাফাত: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মভীরু, কিন্তু সাম্প্রদায়িক নয়। উগ্র সাম্প্রদায়িক অপশক্তির দৃষ্টিতে একজন মানুষ ধর্মপ্রাণ হলেও যদি সে অসাম্প্রদায়িক হয় তাহলে সে ‘নাস্তিক’। আবার একজন দেশপ্রেমিক বাংলাদেশের নাগরিক যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাহলে সে ‘ভারতের দালাল’। সাম্প্রদায়িক অপশক্তির দৃষ্টিতে গ্রহণযোগ্যতা পেতে হলে আপনাকে শুধু ধর্মপ্রাণ হলেই হবে না, আপনাকে উগ্র সাম্প্রদায়িক হতে হবে এবং পাকিস্তানপন্থী হতে হবে। আর না হলে আপনাকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা ভাষায় গালাগাল করবে। আপনার যেকোনো যৌক্তিক বক্তব্যের বিপক্ষেও তারা আপনার ‘ধিষষ’ এ এসে আপনাকেই গালাগাল করবে। দূষিত করে তুলবে আপনার ধিষষ. তারা ‘real world’ এবং ‘irtual world’ দুটোই দূষিত করে তুলছে।

সবচেয়ে দুঃখজনক হলো এই নোংরামিগুলো তারা করছে ‘পবিত্র ইসলাম’ এর নামে। মুক্তিযুদ্ধের বিপক্ষেও ইসলামকে ব্যবহার করেছিলো উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তথা রাজাকাররা। মুক্তিযোদ্ধাদের ‘ভারতের দালাল’ বলে অভিহিত করতো। দুঃখজনক হলেও সত্যি যে ইসলামী লেবাসেই রাজাকার গং যতো অনৈসলামিক কাজ করেছিলো একাত্তরের মুক্তিযুদ্ধে। এদেশের মানুষ রাজাকারদের বর্জন করেছে, ইসলামকে নয়। এদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িকতাকেও বর্জন করবে। ‘ইসলাম ধর্ম’ এদেশে ছিলো, আছে এবং থাকবে। থাকবে না শুধু পবিত্র ইসলামকে ব্যবহার করে রাজনীতির নামে ধান্দাবাজি করা রাজাকার এবং এর শাবকরা। লেখক : চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়