শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাকালীন নিষেধাজ্ঞায় হাজার কোটি টাকা লোকসানের শঙ্কা

নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা সামাল দিতে সরকার সাত দিনের বিশেষ নিষেধাজ্ঞা জারি করার পর ক্ষুদ্র ব্যবসায়ী আর দোকানিরা বিক্ষোভ করে আসছেন। কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ লোকসানের আশঙ্কার কথা জানিয়েছেন তাঁরা।

ব্যবসায়ীরা বলছেন, পহেলা বৈশাখ ও ঈদের বেচা-বিক্রি সামনে রেখে এই টাকা বিনিয়োগ করেছেন তাঁরা। নিষেধাজ্ঞার কারণে দোকান খুলতে না পারলে এর পুরোটাই লোকসান হবে। এমন পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য হলেও পণ্য বিক্রির সুযোগ চান তাঁরা।

বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য মতে, ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০ লাখ দোকান বা ক্ষুদ্র ব্যবসা রয়েছে দেশে। গত বছর সাধারণ ছুটিতে বন্ধ থাকার কারণে তাঁদের প্রতিদিন এক হাজার ১০০ কোটি টাকা করে লোকসান হয়েছে। সেই লোকসান কাটিয়ে উঠতে এবারের পহেলা বৈশাখ ও ঈদ উৎসবের দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে নতুন করে অনিশ্চয়তায় পড়েছেন দোকান মালিক ও কর্মচারীরা।

নিউ মার্কেট এলাকায় কথা হয় একটি কাপড়ের দোকানের কর্মী রজব আলীর সঙ্গে। তিনি বলেন, ‘দোকান বন্ধ থাকলে মালিক বেতন দেন না। কারণ দোকানের অনেক খরচ। তাই বেচাকেনা না হলে মহাজনই বা কোথা থেকে দেবেন? আর এই অবস্থায় লকডাউন চলতে থাকলে মহাজনও চলতে পারবেন না, আমরাও চলতে পারব না।’

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঈদ ও বৈশাখকে কেন্দ্র করে দোকান মালিকরা এরই মধ্যে এক হাজার কোটি টাকার মালপত্র তুলেছেন, মৌসুম চলে গেলে যা অবিক্রীত থেকে যাবে ব্যবসায়ীদের।’

চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘প্রত্যেক দোকানদার তাঁর সামর্থ্য অনুসারে দোকানে মাল তুলেছেন। পাইকারি, খুচরা—সব মিলে প্রায় হাজার কোটি টাকার পণ্য তোলা হয়েছে দোকানে। এর জন্য তাঁরা বিনিয়োগ করেছেন ব্যাংকঋণ, জমি বন্ধক আর সম্পত্তি বিক্রি করে। যে যেভাবে পেরেছেন, রোজা ও ঈদ সামনে রেখে বিনিয়োগ করেছেন। আর এই পর্যায়ে দোকান খুলতে না পারলে সবাই একেবারে নিঃস্ব হয়ে যাবেন।’

ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘ঈদ, বৈশাখ ও ঈদ-পরবর্তী মৌসুম নিয়ে আমাদের একটা আশা ছিল, গতবার যে ক্ষতি হয়েছিল তার কিছুটা এবার কাটিয়ে উঠতে পারব। এমন সময় বিধি-নিষেধ বা লকডাউনের পরিপ্রেক্ষিতে আমরা একেবারে স্থবির হয়ে গেছি। সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা বিবেচনা করে সীমিত সময়ের জন্য যেন আমাদের একটা সুযোগ দেওয়া হয়।’

এদিকে গতকাল বুধবারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। নিষেধাজ্ঞার তৃতীয় দিনে শপিং মল খুলে দেওয়ার দাবিতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। এ সময় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে ব্যবসায়ীরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে জড়ো হতে থাকেন। কোনো কোনো ব্যবসায়ীর হাতে নিজেদের মার্কেটের মালিক সমিতির ব্যানারও দেখা যায়। অন্যদিকে ইস্টার্ন প্লাজার সামনেও একদল ব্যবসায়ী মানববন্ধন করেন। এ সময় আশপাশে যান চলাচলে কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটে। পুলিশ এসে ব্যবসায়ীদের সরে যেতে বললে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সরে পড়েন।

রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, দোকান খোলা রাখতে দেওয়ার দাবি জানিয়ে রাজশাহীর ব্যবসায়ীরা গতকালও বিক্ষোভ করেছেন। সকাল ১১টার দিকে নগরীর সাহেববাজারে বিক্ষোভ করেন বস্ত্র ব্যবসায়ীরা।

বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শহরের সাতমাথায় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও মিছিল-সমাবেশ হয়েছে। এতে শহরের নিউ মার্কেটসহ সাতটি মার্কেটের ব্যবসায়ীরা অংশ নেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, শাড়ি, ছিটকাপড় ও তৈরি পোশাক ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলতে চান। পোশাক ব্যবসায়ীরা বলছেন, নির্দিষ্ট কয়েক ঘণ্টার জন্য হলেও তাঁদের দোকান খোলার অনুমতি দিতে হবে।

দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সারা দেশে ও ঢাকা মহানগরের সব মার্কেট, শপিং মল, বিপণিবিতান প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলার রাখার দাবি জানিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো এক খোলা চিঠিতে এই দাবি জানানো হয়।

দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সই করা চিঠিতে নিষেধাজ্ঞার মেয়াদ না বাড়ানোর জন্যও আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘লকডাউনের সময়সীমা বৃদ্ধি পেলে আমাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হবে।’ - কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়