শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দূরপাল্লার বাস ঢাকায় ঢুকতে চাচ্ছে, মালিক সমিতির কঠোর হুঁশিয়ারি

সুজিৎ নন্দী: [২] সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিটি করপোরেশনগুলোতে বাস চলাচল করার ঘোষণার পরে আশপাশের জেলা থেকে বাস ঢোকার চেষ্টা করছে। বুধবার সকাল থেকে গাজীপুর, নরসিংদী, সাভার, মানিকগঞ্জ, ধামরায় এলাকার বাস সকাল ৬টায় ঢাকায় ঢোকার চেষ্টা করে। কিন্তু শুরুতেই গাবতলী, উত্তরা, মহাখালী ও সয়েদাবাদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

[৩] মানিকগঞ্জ ও ধামরাই থেকে আসা বাস সকাল বেলা ফিরিয়ে দেয়া হয়। একই অবস্থা সায়েদাবাদেও দেখা গেছে। সেখানেও আশপাশের জেলা থেকে বাস ফিরিয়ে দেয়া হয়। তবে সারাদিন খুবই কম বাস চলেছে।

[৪] মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ঢাকার বাইরে থেকে কোন বাসই রাজধানীতে আসেনি। এটা এক প্রকার অপপ্রচার। প্রতিটি জেলার মালিক ও শ্রমিকদের নেতাদের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ আছে।

[৫] গাবতলী এলাকার একাধিক শ্রমিকনেতা জানান, নির্দেশনা ছিল সিটির বাইরে থেকে বাস ভেতরে ঢুকতে না দেওয়ার, কিন্তু মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা কিছুটা শিথিল অবস্থান নিই। এর সুযোগ নিয়ে বেশি বাস রাস্তায় নামলে আমরা কঠোর হই এবং আইন না মানায় নিয়মিত মামলা ও জরিমানা করি।

[৬] সরকারি নির্দেশনা অনুসারে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়