শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাশকতা পুলশিরে ওপর হামলা ও সন্ত্রাস দমন আইনে নাসকি কাউন্সলির গ্রফেতার

মনজুর অনকি: [২] নারায়ণগঞ্জে হফোজতে ইসলামরে হরতালে সহংিসতার ঘটনায় পুলশিরে দায়রে করা মামলায় নারায়ণগঞ্জ সটিি করপোরশেনরে ২নং ওর্য়াড কাউন্সলির ও জলো বএিনপরি সাবকে কোষাধ্যক্ষ ইকবাল হোসনেকে গ্রফেতার করছেে র‌্যাব।

[৩] মঙ্গলবার দবিাগত রাত ১ টায় সদ্ধিরিগঞ্জ মজিমজিি এলাকার নজি বাড়ি থকেে তাকে গ্রফেতার করা হয়। র‌্যাব-১১ এর অতরিক্তি পুলশি সুপার জসমি উদ্দনি চৌধুরী কাউন্সলির ইকবালকে গ্রফেতাররে বষিয়টি নশ্চিতি করছেনে।

[৪] তনিি জানান, বএিনপি নতো কাউন্সলির ইকবাল হোসনে নাশকতা, পুলশিরে ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়রে করা মামলার এজাহারভুক্ত আসাম।ি এলাকাবাসী জানায়, গ্রফেতাকৃত কাউন্সলির ইকবাল নারায়ণগঞ্জ-৪ আসনরে বএিনপি দলীয় সাবকে এমপি গয়িাস উদ্দনি ও সদ্ধিরিগঞ্জ থানা আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক হাজী ইয়াছনি ময়িা ও ঘনষ্ঠিজন হসিবেে পরচিতি।

[৫] উল্লখ্যে, গত ২৮ র্মাচ হফোজতে ইসলামরে হরতালে সহংিসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সদ্ধিরিগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়রে হয়। এরমধ্যে র‌্যাব বাদী হয়ে একট,ি পুলশি বাদী হয়ে ৬টি ও ক্ষতগ্রিস্থ গাড়রি দুই মালকি বাদী হয়ে ২টি মামলা দায়রে করনে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়