শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কানাডা

কূটনৈতিক প্রতিবেদক: [২] মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ দেশটিতে বিনিয়োগ বন্ধ রাখবে দেশটি।

[৩] বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ইন কানাডা আয়োজিত সেমিনারে যুক্ত হয়ে কানাডার একাধিক প্রতিনিধি এ আহ্বান জানিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের বহু সময় পেরিয়ে গেছে। আসলে সমাধান কি? আমরা কি এ নিয়ে বাস্তবভিত্তিক কাজ করতে পেরেছি?

[৪] রোহিঙ্গাদের নিরাপদ ও সন্মানজন পরিবেশে প্রত্যাবসন নিশ্চিত করতে এখনই বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামগুলোর পদক্ষেপ নেওয়া
জরুরি।

[৫] এই সংকট শুধু বাংলাদেশের জন্য বোঝা এমনটা ভাববার সুযোগ নেই, দ্রুত এই সংকটের সমাধান না হলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তায় যেমন হুমকি আছে তেমনি ভাবে বৈশি^ক অর্থনৈতিক প্রভাবও রয়েছে।

[৬] সংকটের শুরু থেকেই কানাডা মানবিক সহায়তার পাশাপাশি বাস্তবভিত্তিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

[৭] রাখাইনে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলায় সহায়তা করবে কানাডা।

[৮] কানাডার মানিতবা প্রভিন্সের ইন্ডিপেন্ডেন্ট সিনেটর গ্রুপের মারিলো মেকফেড্রা সিএম, আলবার্টা প্রভিন্সের সংসদ সদস্য হেলথআর মেকফেড্রা এবং সাস্কাতুন প্রভিন্সের সংসদ সদস্য ব্রাড রেদিকপ এসব কথা বলেন।

[৯] ভার্চুয়ালী এতে যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এই সংকট সমাধানে কানাডা নেতৃত্ব দিতে পারে। কানাডার জাতীয় সংসদ থেকে একটা বিবৃতি দিতে পারে। এ ক্ষেত্রে আসিয়ানের সঙ্গে আলাপ করার উদ্যোগ নেওয়া যায়। কেন না বাংলাদেশ এবং কানাডা উভয়েই এই ফোরামের সদস্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়