শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় ৪৭ মামলা,গ্রেপ্তার-৪৭

তৌহিদুর রহমান:[২] ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় মঙ্গলবার সদর থানায় আরও ৭টি মামলা দায়ের করা হয়। এ নিয়ে মামলার সংখ্যা দাড়াল ৪৭ টি। পুলিশ ও ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়। সদর মডেল থানাতেই  ৪২ টি মামলা হয়েছে।

[৩] এছাড়া আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি মামলা করা হয়। আর এসব মামলায় ৩০ হাজারেরও বেশি লোককে আসামী করা হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়। অবশিষ্ট মামলায় সবাই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী’।

[৪] এর মধ্যে মাত্র ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৪৭ জনের মধ্যে হেফাজতে ইসলামের কোন নেতা-কর্মী নেই। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরতালের দিন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী আরমান আলিফ-(২২)।

[৫] গত ৪ এপ্রিল রাতে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‌্যাব-১৪ এর একটি দল গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান , তিন থানায় এ পযন্ত ৪৭ টি মামলা হয়েছে।এদিকে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ১ টি মামলা হয়েছে বলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়