শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতার বাড়ী ও সাংবাদিক অফিসে হামলা , আহত ৪

আসাদুজ্জামান বাবুল: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফার রহমান ডিগ্রী কলেজ ছাত্র/ছাত্রী সংসদ নির্বাচন নিয়ে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীবের বাড়ী ও দৈনিক অথর্নীতি পত্রিকার কোটালীপাড়া থানা প্রতিনিধি মাহাবুব সুলতানের অফিসে হামলা চালিয়ে চেয়ার টেবিলসহ নানান আসবাব পত্র ভাংচুর করেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি ।

[৩] বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত জানিয়ে ছাত্রলীগ নেতা রাজীব হোসেন ও সাংবাদিক মাহাবুব সুলতান আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, কলেজ সংসদ নির্বাচন নিয়ে কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটি উপজেলা ছাত্রলীগ সভাপতির চোখে পড়ে।

[৪] এক পর্যায় সে ক্ষিপ্ত হয়ে তার বাহিনীর লোকজন নিয়ে রাজীবের ঘাঘরকান্দা বাড়ীতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও রাজীব ছাড়াও বাড়ীর লোকজনকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন উপস্থিত হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

[৫] পরে সেখান থেকে ফেরার পথে ঘাঘর বাজার সংলগ্ন সাংবাদিক মাহাবুব সুলতানের অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় মালামাল ভাংচুর করে।

[৬] কোটালীপাড়া থানার ওসি তদন্ত জাকারিয়ার কাছে ঘটনার বিস্তারিত জানাতে গেলে সে বিষয়টি পরে শুনবেন বলে জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়