শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়ে টিকাদানের হার বেশি হলেও চিলি কোভিড আক্রান্তের হারে বিশ্বে চতুর্থ

রাশিদুল ইসলাম : [৩] টিকাদানের ক্ষেত্রে চিলির অবস্থান বিশ্বে শীর্ষে। দেশটির ৫৯ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে এ হার ৫০ ও যুক্তরাজ্যে ৫৬ শতাংশ। কিন্তু কোভিডে আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে চিলি। এনওয়াইটি

[৪] চিলির এ অবস্থা থেকে যুক্তরাষ্ট্রকে আরো সতর্ক হতে বলছেন সংক্রমণ বিশেষজ্ঞরা। চিলির বিশেষজ্ঞরা বলছেন সামাজিক ও শারীরিক দূরত্বের ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা তা দেশটিতে কেউ মানতে নারাজ। এজন্যে পরিস্থিতি এত কঠিন হয়ে পড়েছে।

[৫] চিলিতে দিনে গড়ে ৬ হাজার ৯শ জন কোভিডে আক্রান্ত হয়েছে গত সপ্তাহে। গত শুক্রবার ৮ হাজার ১১২ জন আক্রান্ত হয় কোভিডে। সরকারি তথ্য অনুযায়ী ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে বেড়ে যাওয়া আক্রান্তের এ সংখ্যা গত এক বছরের দীর্ঘ রেকর্ড।

[৬] গত কয়েক মাসে হাসপাতালে ভর্তি ও কোভিডে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। যদিও দিনে মৃত্যুর সংখ্যা গত জুনের সর্বোচ্চ সংখ্যার চেয়ে নিচে রয়েছে।

[৭] এ বছরের শুরুতে চিলির ভেতর ভ্রমণে বিধিনিষেধ তুলে নেওয়া হয়। চিলির ৩৭ শতাংশ মানুষ অন্তত এক ডোজ টিকা দিয়েছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন প্রতিরোধ ক্ষমতা উঁচু মানে পৌঁছাতে এ হার ৭০ শতাংশ হওয়া উচিত।

[৮] দুই সপ্তাহ আগে ফের লকডাউন আরোপ করেছে চিলি।

[৯] শুরুতেই চিলি টিকা পেতে ফাইজার ও চীনের ক্যানসিনো ও সিনোভ্যাকের সঙ্গে চুক্তিও করতে সমর্থ হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়