শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৮:৪১ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জের প্রভাষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি: [২] হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। যৌন হয়রানির শিকার ছাত্রী অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ ওঠা ওই শিক্ষক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের (এডিশন) প্রভাষক মো. খালিকুজ্জামান।

[৩] অভিযোগ সূূত্রে জানা যায়, নবীগঞ্জ সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. খালিকুজ্জামান প্রতিষ্ঠানটির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি-মূলক কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তাতে সে সম্মতি না দেয়ায় ইনকোর্সে কম নাম্বার দিবেন বলে হুমকি দেন। তাই বাধ্য হয়ে ওই ছাত্রী অধ্যক্ষ বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

[৪] প্রায় ৭-৮ বছর পূর্বেও প্রভাষক মো. খালিকুজ্জামানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল বলে কলেজের একটি সূত্রে জানা যায়। পরে একটি প্রভাবশালী মহলের মাধ্যমে বিষয়টি রফাদফা করা হয়।

[৫] নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সফর আলী জানান, গত রোববার এক ছাত্রী কয়েক জন শিক্ষকের সামনে একটি লিখিত অভিযোগ দিয়ে যায়। অভিযোগটি যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৬] অভিযুক্ত প্রভাষক মোঃ খালিকুজ্জামান জানান, অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ১টি মামলা হয়েছে ঐ মামলায় আমি একজন সাক্ষী। তাই তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন।

[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং কমিটির সভাপতি শেখ মহিউদ্দিন বলেন, এক ছাত্রী অধ্যক্ষ বরাবর সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ খালিকুজ্জামানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি মূলত কি সত্যি সোমবার আমি নিজে কলেজে গিয়ে কয়়েক জনের সঙ্গে আলাপ করি। পরে কলেজের অধ্যক্ষ এবং একজন মহিলা শিক্ষককে দায়িত্ব দিয়েছি ছাত্রীটির সঙ্গে বিস্তারিত আলাপ করতে এবং তারা বিষয়ে তদন্ত পূর্বক আমাকে প্রতিবেদন দিতে। ঘটনা প্রসঙ্গ সত্যতা নিশ্চিত হলে অভিযোক্ত প্রভাষক এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়