শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১১:৫৫ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে শিক্ষক কর্তৃক হেফজ খানায় শিশু বলৎকার: ষ্ট্যাম্পে দ্বায় মুক্তি দিল ইউপি মেম্বার

ফরিদুল মোস্তফা খান: কক্সবাজারের টেকনাফে মৌলভী দেলোয়ার (২৯) নামের এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে হেফজ খানার শিশু ছাত্র বলৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোটা অংকের উৎকোচ নিয়ে অভিযুক্ত কে এলাকা থেকে সরিয়ে দিয়ে ঘটনা ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ স্থানীয় মেম্বার বশিরের বিরুদ্ধে।

৩ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের দারুল উলুম মোহাম্মদীয়া নূরানী এবতাদায়ী মাদ্রাসায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মৌলভী একই এলাকার বাসিন্দা ও মসজিদের খতিব।

ভিকটিমের চাচা সানাউল্লাহ জানান, মৌলভী বাজার পূর্ব রোজার ঘোনা এলাকায় শুক্রবার রাতে মৌলভী দেলোয়ার কর্তৃক মাদ্রাসার হেফজ বিভাগের ৯বছরের এক শিশু ছাত্র বলৎকারের শিকার হয়। পরের দিন শুক্রবার সকালে ঘটনার শিকার শিশুটি তার পরিবারকে গিয়ে বিষয়টি জানায়। শিশুটির পরিবার আত্মসম্মানের ভয়ে কয়েকজন নিকট আত্মীয়কে বিষয়টি জানায়। তারা বিষয়টি স্থানীয় মেম্বার বশিরকে জানালে তিনি অভিযুক্ত মৌলভী দেলোয়ারকে নিয়ে শনিবার স্থানীয়দের উপস্থিতিতে শালিশী বৈঠকে বসেন।

শালিশে উপস্থিত ছিলেন স্থানীয় এমন কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে 'বার্তা বাজার' কে বলেন- মেম্বার বশির অভিযুক্ত দেলোয়ারের কাছে একটি খালী স্ট্যাম্পে সই নিয়ে এলাকা থেকে ছাড়ার শর্তে বিষয়টি সমাধান করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র জানান, ওই বৈঠকে ভিকটিমের বাবা, মা ও চাচাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে মেম্বার বশির বিষয়টি নিষ্পত্তি করেছেন। এই ঘটনা ধামাচাপা দিতে মেম্বার বশির অভিযুক্ত মৌলভী দেলোয়ারের কাছে মোটা অংকের উৎকোচ নিয়েছেন বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে বলে জানিয়েছেন তারা।

অভিযুক্ত মৌলভী দেলোয়ার বলেন- আমার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ তুলে ষড়যন্ত্র করা হয়েছে। মেম্বার বশির ও অবিভাবকরা খালি ষ্ট্যাম্পে সই নিয়ে বিষয়টি মিলমাট করে দিয়েছেন। এই ঘটনায় তিনি নিজেকে নির্দোষ বলে দাবী করেন।

মেম্বার বশির জানান, বিষয়টি তিনি অবগত রয়েছেন। তবে বৈঠকে তার উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন।

স্থানীয়রা আরো জানান, এই মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে বিগত সময়েও ছাত্র বলাৎকারের অভিযোগ রয়েছে। এছাড়া মাদ্রাসার যে মসজিদটি রয়েছে সেটার কোন পরিচালনা কমিটি নেই।

টেকনাফ থানার ওসি জানান, বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয় হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়