শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:৪৭ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেডিক্যাল ভর্তি পরীক্ষায় পাবনার মেয়ে মুনমুন সারাদেশে প্রথম

আবুল কালাম: [২] এবারে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিক্যাল(এমবিবিএস) ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেছেন পাবনার মেয়ে মিশরী মুনমুন(২০)।
মিশরী মুনমুন পাবনা পৌর শহরের রাধানগর মহল্লার কাইয়ুম হোসেনের মেয়ে।

[৩] মিশরী মুনমুন পাবনা মেডিক্যাল কলেজ কেন্দ্র থেকে এবারে এমবিবিএস পরীক্ষা দিয়েছিলেন। তার প্রাপ্ত নম্বর ২৮৭.২৫।

[৪] মিশরী মুনমুনের বাবা কাইয়ুম হোসেন মেয়ের সাফল্যের খবর শুনে আনন্দের সাথে বলেন, তার মেয়ে ছোট বেলা থেকেই মেধাবী। সে পাবনা সরকারী বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং পাবনা সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে পাস করে। মুনমুনরা তিন বোন। তার বড় বোন ডা: মেহনাজ মুনমুন, মেঝ বোন রসায়ন (সম্মান) শেষ বর্ষের ছাত্রী।

[৫] এতবড় সাফল্যের পরে এক প্রতিক্রিয়ায় মিশরী মুনমুন জানান, তার এই ফলাফল প্রাপ্তিতে তিনি সর্ব প্রথম সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শুকরিয়া জানান। এছাড়া তাকে সব সময় বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করার জন্য তার পিতা মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

[৬] মুনমুনের শিক্ষক পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ন কবীর মজুমদার জানান, মুনমুন তার কলেজের ছাত্রী। তার এতবড় সাফল্যে এডওয়ার্ড কলেজ গর্বিত। তিনি মুনমুনের সুন্দর ভবিষ্যত কামনা করেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়