শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর লিজ নিয়ে দু'পক্ষের সংর্ঘষ, পুলিশসহ আহত ১৫

তৌহিদুর রহমান:[২] ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সরকারি পুকুর লিজ নিয়ে দু'পক্ষের সংর্ঘষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে আটক আসামীদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছেন।

[৩] আটককৃতরা হলেন, কিতাব আলী(৬০), হাবিবুর রহমান(৪০), মিজানুর রহমান(৪৫), হেলু মিয়া(৩৫), লিটন মিয়া(৩২), জিয়াউর রহমান(৪০), জীবন মিয়া(১৬), নিলুরা বেগম(২৬), রেখা বেগম২৪), রফিয়া বেগম(৪৫), জিল্লু মিয়া(৩২), স্বপ্না বেগম(১৯)।

[৪] পুলিশ ও স্হানীয়রা জানায়, সোমবার বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়ন মকবুলপুর গ্রামে মোঃ কিতাব আলি ও খেলু মিয়া তাদের গ্রামের সরকারি পুকুর লিজ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু'পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে ও বাড়িঘর ভাংচুর করে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

[৫] নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্হিত নিয়ন্ত্রণ করে।এসময় সংর্ঘষ থামাতে গিয়ে এসআই রফিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়