শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৪ মাত্রার নাচের দৃশ্যে অংশগ্রহণ করে ঢাকার চলচ্চিত্রে প্রথম হয়ে আছেন ববিতা: কেয়া

ইমরুল শাহেদ: দীর্ঘ বিরতি পার করে নায়িকা কেয়া যখন চলচ্চিত্রে আবার ফিরে আসেন, শিল্পটি তাকে সাদরেই গ্রহণ করেছে। এসেই তিনি রাকিবুল ইসলাম রকিবের দুইটি ছবিতে কাজ করেছেন। এছাড়া কাজ করছেন শাপলা মিডিয়া প্রযোজিত আলী আজাদের ‘বনলতা’ ছবিতে। শাপলা মিডিয়া ঘোষিত একশ’ ছবির প্রথম ধাপের ১০টি ছবির মধ্যে একটির কাজ শেষ হয়েছে।

অবশিষ্টগুলোর কাজ চলমান রয়েছে। তবে পরিচালক সমিতির নির্বাচনের জন্য ছবিগুলোর কাজ ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। এর মধ্যেই কোভিডের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ‘চলাচলে নিষেধাজ্ঞা’ শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। অবশ্য এই চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এক সপ্তাহের জন্য। এই পরিস্থিতিতে কেয়া ঘরেই আছেন।

বললেন, যে ছবিগুলোর কাজ চলমান আছে, সেগুলো ছাড়া আর নতুন কোনো ছবিতে তিনি চুক্তিবদ্ধ হননি। কেয়া কখনো নিজেকে শুধু বড় পর্দায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন। কেয়া জানান, তিনি এ পর্যন্ত ৩০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। বলেন, ‘সব ছবির নাম মনে নেই আমার।’ তিনি এই নিয়ে কোনো ডাইরিও ব্যবহার করেন না। কথা প্রসঙ্গে কেয়া বলেন, ‘নির্মাতারা আমাকে চরিত্র অনুসারেই কাস্ট করছেন।

আমার বিপরীতে কাকে নেওয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়।’ কেয়াকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে তার ওপর নির্ভরশীল হওয়া যায়, যা সব শিল্পীকে নিয়ে ভাবা যায় না। চলচ্চিত্রে দুই দশক পার করেছেন কেয়া। নানা ষড়যন্ত্র, নানা বাধা অতিক্রম করেই তাকে চলচ্চিত্রে টিকে থাকতে হয়েছে। প্রথম ছবি ‘কঠিন বাস্তব’-এ ৬৪ মাত্রার একটি নাচের দৃশ্যে অংশগ্রহণ করেই তিনি আলোচনায় চলে আসেন। কেয়া জানান, তার আগে এ ধরনের নাচের দৃশ্যে অংশ নিয়ে ঢাকার চলচ্চিত্রে প্রথম হয়ে আছেন ববিতা। ২০১৫ সালে তার সর্বশেষ মুক্তি পায় ‘ব্ল্যাকমানি’ ছবিটি। এরপর তিনি দৃশ্যের আড়ালে চলে যান। অনেকে ভেবেছিলেন কেয়া ক্যারিয়ারের যবনিকাপাত ঘটিয়েছেন। তার ফিরে আসার মধ্য দিয়ে তা ভুল প্রমাণিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়