শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৯:১৮ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনার জয়ে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই

স্পোর্টস ডেস্ক : [২] মাস খানেক আগে লা লিগার শিরোপা লড়াই মনে হচ্ছিল একপেশে। তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানো এবং আতলেতিকো মাদ্রিদের বারবার হোঁচট খাওয়ায় দৃশ্যপট পাল্টে গেছে। আর সবশেষ সেভিয়ার মাঠে দিয়েগো সিমেওনের দল হেরে যাওয়ায় স্পেনের শীর্ষ লিগের শেষটা জমজমাট এক লড়াইয়ের আভাস দিচ্ছে।

[৩] গত রোববার (৪ এপ্রিল) রাতে সেভিয়ার বিপক্ষে আতলেতিকোর পারফরম্যান্স ছিল হতাশাজনক। অনেক চেষ্টা করেও জিততে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক সেভিয়া। লিগে সবশেষ ১০ ম্যাচে আতলেতিকোর এটি দ্বিতীয় হার, ড্র করেছে চারটি। এই সময়ে টানা দুটি জয়ের দেখা একবারও পায়নি তারা।

[৪] অন্যদিকে, বার্সেলোনা সবশেষ হেরেছে গত ৫ ডিসেম্বর। তারপর থেকে টানা ১৯ ম্যাচ অপরাজিত আছে তারা। এই সময়ে তাদের জয় ১৬টি, ড্র তিনটি। আর রিয়াল সবশেষ হেরেছে গত ৩০ জানুয়ারি। এরপর তারা অপরাজিত আছে টানা ৯ ম্যাচে। জয় ছয়টি, ড্র তিনটি।

[৫] সেভিয়ার বিপক্ষে হারের পর ২৯ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট ৬৬। সমান সংখ্যক ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ৬২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। খুব বেশি পিছিয়ে নেই সেভিয়াও। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দলটি। - মার্কা/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়