শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে করোনায় থমকে গেছে মৃৎশিল্প

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘিতে করোনার প্রভাবে ক্রেতা না থাকায় বিপাকে পড়েছে কুমার পাড়া। পাইকারী ক্রেতা না থাকায় বাড়ি হতে নাম মাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে তৈরি জিনিষ পত্র। এতে খরচের টাকা তুলতে হিমসিম খাচ্ছে তারা। তারা বলেন দ্রুত করোনা পরিস্থিতি উন্নতি হলে এই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে ।

[৩] জানা গেছে, আদমদীঘি ইউনিয়নের রামপুরা গ্রামে প্রায় ৮০-৯০টি পরিবারের জীবন ধারণের এক মাত্র উপায় মৃৎশিল্প। মহামারী করোনা ভাইরাসের কারনে এখন গ্রামে নেই কোনো পাইকারী ক্রেতা এতে তৈরি শিল্প নিয়ে বিপাকে পড়েছে তারা । জীবন ধারনের একমাত্র উপায় বন্ধ হয়ে যাওযায় মানবেতর জীবিন যাপন করতে হচ্ছে তাদের। স্বাভাবিক সময়ে প্রতি সপ্তাহে পাইকারী ব্যবসায়ি এসে সরাসরি কুমাড়দের কাছ থেকে মাল ক্রয় করে ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতো।

[৪] করোনা ভাইরাস এর ফলে সারাদেশে লোকডাউন ঘোষনা হবার পর হতে সকল প্রকার যান চলাচল বন্ধ হওযায় পাইকারী ক্রেতারা আসছেনা মাল কিনতে। নিজেরাও কোনো গ্রামে নিয়ে যাইতে পারছে না । এতে করে তৈরি মাল বাড়ি হতে নাম মাত্র মূল্যে বিক্রয় করতে হচ্ছে তাদের। যে পাতিল বিক্রয় হতো ২০-৩০টাকায় তা এখন বিক্রয় করতে হচ্ছে ১০-১৫ টাকায়। বিক্রয় না হওয়ায় চুলাতেই রয়ে গেছে তৈরি মাল।

[৫] এ ব্যাপারে উপজেলার রামপুরা গ্রামের মৃৎশিল্পি শ্রী মিলন চন্দ্র পাল বলেন বংশগত ভাবেই আমরা এই কাজ করে আসছি। আমাদের জীবন চলার একমাত্র উপায় এটি। বর্তমান করোনা ভাইরাস এর কারনে ক্রেতা না থাকায় তৈরি মাল বিক্রয় করতে পারছিনা আমরা। ফলে পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে আমাদের। দ্রুত করোনা পরিস্থিতি উন্নতি হলে এই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে আমাদের। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়