শরীফ শাওন: [২] তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ড. রুবানা হক ও তার ছেলে নাভিদুল হক। ফোরাম প্যানেল থেকে মা-ছেলে সহ মোট ১১জন পরিচালক পদে নির্বাচিত হন।
[৩] রোববার অনুষ্ঠিত নির্বাচনে বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রামে মোট ৩৫টি পরিচালক পদের বাকি ২৪টিতে বিজয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। এসময় দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ১৫৭টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন সভাপতি রুবানা হক। ৯৪৩ ভোটে পরিচালক পদে জয়ী হন নাভিদুল হক।
[৪] এর আগে ২০১৯ সালে বিজিএমইএর প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. রুবানা হক। ২০০৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন রুবানা হকের স্বামী প্রয়াত আনিসুল হক।
[৫] রুবানা হক বলেন, মানুষ হিসেবে নাভিদুল হক অনেক ভালো। আশা করি সে তার শিক্ষা, নিষ্ঠা ও সততা দিয়ে সংগঠনের পর্ষদে কাজ করবে।
[৬] নাভিদুল হক বলেন, বাবা-মার কারণেই আজকের অবস্থানে আসতে পেরেছি। এছাড়াও আমাকে যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে। তাদের সুনাম নষ্ট হবে এমন কাজ কখনোই করব না।