শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ

গোলাম সারোয়ার: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন নির্দেশাবলী জনসাধারণ মানছে না।৫ এপ্রিল সোমবার আশুগঞ্জ শহর ঘুরে এ চিত্র লক্ষ্য করা গেছে।

[৩] সরেজমিন আশুগঞ্জ শহরের গোলচত্বর,রেলগেইট, হাসপাতাল রোড, আশুগঞ্জ বাজারের দক্ষিনগলি,পশ্চিম গলি,বিওসিঘাট ঘুরে দেখা যায়, সরকারের বেঁধে দেওয়া নির্দেশাবলীর মধ্যে যে সমস্ত দোকান, শপিংমল, সুপারশপ এবং জরুরিসেবা ছাড়া যেসব দোকান বন্ধ থাকার কথা সেগুলো সরকারি নির্দেশ না মেনে খোলা ও রেখেছে।অধিকাংশ লোকজন প্রয়োজন ছাড়াই বাজারে বন্দরে অযথা ঘোরাফেরা করতে দেখা গেছে। তাছাড়া ঘর থেকে বের হয়ে কেউই ন্যুনতম স্বাস্থ্যবিধি মানছে না। শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না।রাস্তায়, অলিগলিতে যেখানে সেখানে পণ্যের পসরা সাজিয়ে বেচাকেনা করছে। পণ্যের ক্রেতা ও বিক্রেতাসহ কেউই স্বাস্থ্যবিধি মানছে না। অন্যদিনের মতো স্বাভাবিকভাবেই লোকজন চলাফেরা করছে।

[৪] এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ^াস বলেন,সরকারের দেওয়া লকডাউন সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিপালনের জন্য পুরো উপজেলায় আবশ্যিকভাবে মাইকিং করা হয়েছে। তাছাড়া সোমবার সকাল থেকে আশুগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সরজমিনে গিয়ে লকডাউন মানতে জনগণকে সচেতন করা হচ্ছে।এরপরও যারা সরকারের লকডাউন মানবে না তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনে মোবাইলকোর্ট পরিচালনা করা হবে। কোন অবস্থাতেই সরকারের নির্দেশনা অমান্য করা যাবে না। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়