শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্রাম্যমাণ আদালত মায়ের সাক্ষতে মাদকসেবী পুত্রকে ১ বছর কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: [২] হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে ইয়াবা সেবনকালে জাকির হোসেন (২৭) নামে যুবককে আটক করেছে পুলিশ। আটক মাদক সেবী মোড়াকরি গ্রামের মোঃ সাঈদ মিয়ার পুত্র।

[৩] পুলিশ সূত্রে জানা জানায়, আটক জাকির হোসেন মাদক সেবন করে তার বাবা মাকে অত্যাচার করত। বিভিন্ন সময় মাদকের টাকার জন্য ঘরের মালামাল বিক্রি করে দিত, তারা বাধা দিলে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করত।
[৪] এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভিযানে সহায়তা করেন লাখাই থানা এসআই মিজানুল হকসহ একদল পুলিশ।

[৫] অভিযানকালে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা এবং ইয়াবা সেবনের সরজ্জামসহ জাকির হোসেনকে হাতেনাতে আটক করে।

উপস্থিত প্রতিবেশীরা জানান, ইতি পূর্বে অনেক সময় ইয়াবা সেবনের জন্য টাকা জাকির হোসেন
[৬] তার মা-বাবা এবং পরিবারের অন্যান্যদের উপর অত্যাচার করত । আটকের পর জাকির হোসেন মা নিজেই ঘটনার সত্যতা তুলে ধরেন এবং নিজ পুুত্ররের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করেন।
[৭] বিষয়টি আমলে নিয়ে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় অভিযুক্ত জাকির হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
[৮] এ বিষয়ে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়