শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:১০ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ঝড়েই ভেঙে পড়ল রাসিকের ৫৯ সড়কবাতি

ডেস্ক রিপোর্ট : রোববার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার পর থেকে ঘণ্টাব্যাপী ওই ঝড় বয়ে গেছে। তবে সড়ক-বাতির পোলগুলো সড়ক বিভাজকের ওপরে পড়ায় কেউ আহত হয়নি।

কালবৈশাখী ঝড়ে উল্টে গেছে রাজশাহী সিটি করপোরেশনের প্রজাপতির ডানার মতো দেখতে সড়কের ৫৯টি সড়কবাতি একেবারেই উপড়ে পড়েছে। অন্যদিকে ১৭৪টি সড়কবাতির বেশিরভাগই হেলে পড়েছে।

জানা গেছে, শহরের নান্দনিকতা বাড়াতে প্রথমবারের মতো চীন থেকে আনা দৃষ্টিনন্দন এই সড়কবাতি সংযোজন করে রাজশাহী সিটি করপোরেশন। নগরীর কাশিয়াডাঙ্গা থেকে বিলশিমলা রেলক্রসিং পর্যন্ত চার দশমিক ২ কিলোমিটার সড়কে বসানো হয় ১৭৪টি দৃষ্টিনন্দন বৈদ্যুতিক পোল। প্রতিটি পোল প্রজাপতির মতো ডান মেলে রয়েছে সড়ক বিভাজকে। দুই ডানায় রয়েছে দুটি করে এলইডি বাল্ব।এক ঝড়েই ভেঙে পড়ল রাসিকের ৫৯ সড়কবাতি

দৃষ্টিনন্দন বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চালু আর বন্ধ হয়। চীন থেকে আনা এই বাতিগুলো সরবরাহ করে ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং’। কেবল সড়কের এই আলোকায়নেই রাজশাহী সিটি করপোরেশনের খরচ হয় ৫ কোটি ২২ লাখ টাকা।

এই ঘটনার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী আশরাফুল হুদা টিটো বলেন, সংবাদ পেয়ে আমি সরেজমিন পরিদর্শন করেছি। আমাদের এক বছরের ওয়ারেন্টির মেয়াদ আছে। প্রয়োজনে আরও ৫ বছর দেব। আর ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো রাতের মধ্যেই ঠিক করে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়