সুমাইয়া ঐশী: [২] ভারতে দৈনিক সংক্রমণ প্রতিদিন রেকর্ড আকারে বাড়লেও আসামে কোনও করোনা নেই বলে দাবি করেছেন হেমন্ত। তিনি বলেন, করোনা যদি না-ই থাকে তাহলে রাজ্যবাসীর মাস্ক পরা অযৌক্তিক, এতে আরও আতঙ্ক ছড়াচ্ছে। আনন্দবাজার
[৩] আসামবাসীকে মাস্ক ছাড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যখন রাজ্যে দৈনিক ১০০ জন করে আক্রান্ত হবেন, তখন আমি সংবাদ সম্মেলন করে মাস্ক পরতে বলবো। নিয়ম ভঙ্গের জন্য ৫০০ টাকা করে জরিমানাও করা হবে তখন।
[৪] আসামের ঐতিহ্যবাহী বিহু উৎসবও নির্বিঘ্নে পালিত হবে বলে জানান হেমন্ত। তবে, এনিয়ে রাজ্যের কোনও স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আলোচনা করার কোনও প্রয়োজনই নেই।
[৫] অর্থনীতিকে চাঙ্গা করতে হলে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি পালন ক্ষতিকারক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের বিউটি পার্লারগুলোকে তো সচল রাখা দরকার। মাস্ক পরলে এগুলো তো বন্ধ হয়ে যাবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল