তাহমীদ রহমান: [২] যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইমার্জেন্ট বায়োসলিউশনের যে কারখানায় জনসন অ্যান্ড জনসনের দেড় কোটি টিকার ডোজ নষ্ট হয়েছিল, সেই কারখানায় অ্যাস্ট্রাজেনেকার টিকাও উৎপাদিত হতো। রয়টার্স,এনডিটিভি
[৩] যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হেলথ অ্যান্ড হিউম্যান বিভাগের নির্দেশনা অনুযায়ী ইমার্জেন্ট বায়োসলিউশন জনসন অ্যান্ড জনসন ছাড়া আর কোনো কোম্পানির টিকার ডোজ উৎপাদন করতে পারবে না।
[৪] জনসন এন্ড জনসনের করোনা টিকা উৎপাদন ও সংরক্ষণের জন্য বাল্টিমোরের ইমার্জেন্ট বায়োসলিউশনের কারখানাটি এখনও যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পায়নি। তবে অনুমোদন না থাকলেও কারখানাটিতে নিকট ভবিষ্যতে কোটি কোটি ডোজ করোনা টিকা উৎপাদনের কাজ শুরু হওয়ার কথা ছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল