শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী সাতদিন সীমিত পরিসরে চালু থাকবে জবির জরুরি দপ্তরসমূহ

জবি প্রতিনিধি: [২] দেশব্যাপী করোনার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী সাতদিনের লকডাউনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জরুরি দপ্তরসমূহ সীমিত পরিসরে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি কাজে নিয়োজিত জনবল এবং সকল ধরনের অনলাইন কার্যক্রম চালু থাকলেও বন্ধ থাকবে সকল বিভাগ ও দপ্তর ।

[৩] রোববার ( ৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদ্দুজ্জামান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আগামী ০৫-০৪-২০২১ তারিখ হতে ১১-০৪-২০২১ তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরী দপ্তর ও জরুরী কাজে ( বিদ্যুৎ , গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, জরুরী গবেষণা ইত্যাদি) নিয়ােজিত জনবল ব্যতীত সকল বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।

[৫] তবে উপাচার্যের দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর এবং প্রক্টর দপ্তর সীমিত জনবল দ্বারা সীমিত পরিসরে চালু থাকবে। এছাড়াও সকল ধরনের অনলাইন কার্যক্রম চালু রাখার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়