নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টকারী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ বোনের ফোন কলে ওই তরুণীকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।
৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শনিবার বিকেল পৌণে পাঁচটায় ৯৯৯ নম্বরে একজন নারী ফোন করে জানান, ভাটারার সাঈদনগর স্কুল এন্ড কলেজের পাশে একটি ভবনে তার ছোট বোন স্বামীসহ থাকেন। কয়েকমাস আগে তার বোন নিজের পছন্দে বিয়ে করে। শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে তার বোন তাকে ফোনে জানায়, সে আত্মহত্যা করবে। খবর পেয়ে কলার তার বোনের বাসায় ছুটে যায় এবং বাসার দরজা বন্ধ দেখতে পান। অনেক ধাক্কাধাক্কির পরও তার বোন দরজা খোলেনি।
৯৯৯ কলারের সাথে কনফারেন্সের মাধ্যমে ভাটারা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
পরে ভাটারা থানার এসআই ইস্কান্দার আলী ৯৯৯ কে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলার বোন এবং প্রতিবেশীদের সহায়তায় আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে বোঝাতে সক্ষম হন যে, তার চাহিদামতো তাকে সকল আইনী সহায়তা দেওয়া হবে এবং তার সমস্যা সমাধান করা হবে। এমন আশ্বাসের প্রেক্ষিতে এক পর্যায়ে তরুণী নিজ থেকে দরজা খুলে বেরিয়ে আসে এবং সিলিংয়ের সাথে বেঁধে রাখা ওড়না খুলে নেয়। এরপর আত্মহত্যার চেষ্টাকারী তরুণীর পিতা-মাতা এবং শ্বশুরবাড়ির লোকজনকে খবর দেয়া হলে তারা উপস্থিত হন। তারা জানিয়েছেন, পারিবারিকভাবে তারা বিষয়টি সমাধান করবেন।
৯৯৯ এবং থানা পুলিশের পক্ষ থেকে যেকোনও সময় আইনী সহায়তা চাইলে তরুণীকে তা দেওয়ার আশ^াস দেওয়া হয়েছে।