শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা

শরীফ শাওন: [২] করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে চলাচল সীমিত করে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে একুশে বইমেলার আয়েজক কমিটি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বই মেলা কার্যক্রম পরিচালিত হবে।

[৩] রোববার বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, কোন যুক্তিতে সময় নির্ধারণ করেছেন তার যৌক্তিকতা তারাই বলতে পারবেন। মেলার বিষয়ে আমাদের সঙ্গে কোন আলোচনা করা হয়নি। বিভিন্ন জনের পরামর্শ থেকে হয়তো ভালো কোন সিদ্ধান্ত আসতে পারতো। এবারের মেলা ধারাবাহিকতা রক্ষার ছিলো, কোন উচ্চাকাঙ্খা ছিলো না।

[৪] সমিতির নির্বাহী পরিচালক ও প্রকাশক মনিরুল হক বলেন, মেলাটি বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হলে হয়তো আশপাশের লোকজন রিক্সা নিয়ে মেলায় আসতে পারতো। বিশেষ দিন ছাড়া দর্শনার্থীরা কখনোই দুপুরে মেলায় আসে না।

[৫] তিনি বলেন, মেলার সফলতা এমনিতেই জিরো এখন এটা ‘বিগ জিরো’তে পরিনত হয়েছে। যেখানে মানুষের চলাচল সীমিত করা হয়েছে সেখানে মেলা খোলা রাখার যৌক্তিকতা নেই। মেলা যতটুকু হয়েছিলো এতটুকু থাকলেই ভালো হতো। আমাদের সঙ্গে আলোচনা করলে মেলা বন্ধ করার পদক্ষেপ নিতাম।

[৬] সময় নির্ধারণ নিয়ে আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি বলেন, কৌতুক করারও একটা সিমা থাকে। আমাদের ১০৯টি বই প্রকাশ পেয়েছে। অতিরিক্ত কর্মচারী নিয়েছি, প্যাভিলিয়ন ভাড়া ও তৈরি করেছি। স্টল তৈরি করেছি। এসবে যে টাকা খরচ করেছি এ পর্যন্ত সেই টাকার বিক্রি হয়নি, বইয়ের টাকা তো দুরের বিষয়। আমাদের যদি এ অবস্থা হয় তবে ছোট প্রকাশকদের অবস্থা বুঝতে পারছেন। আমাদের গড়ে ১০ টাকাও ফেরত আসবে না।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়