নূর মোহাম্মদ: [২] সাতক্ষীরার কলারোয়ার নুরুল ইসলামকে রোববার জামিন দেন আপিল বিভাগ।
[৩] গত ১ এপ্রিল নুরুল ইসলামের আইনজীবী আদালতে বলেছিলেন, এই আসামির যাবজ্জীবন সাজা খাটার মেয়াদ শেষের দিকে হলেও আপিল শুনানি শেষ হয়নি। পরে আপিল বিভাগ দ্রুত এ আসামির কারাভোগের মেয়াদ জানাতে নির্দেশ দেন।
[৪] নির্দেশ অনুযায়ী রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আপিল বিভাগকে জানান, আসামি ২৩ বছর ছয় মাস সাজা খেটেছেন। যাবজ্জীবন সাজার মেয়াদ শেষের দিকে হওয়ায় আদালত তাকে জামিন দিলেন।
[৫] ১৯৯৬ সালের ২৪ জুন নিজ স্ত্রীকে ভাড়া করা খুনি দিয়ে খুন করান নুরুল। পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।
[৬] ২০০১ সালে নুরুলকে যাবজ্জীবন সাজা দেন বিচারিক অাদালত। একটি সন্তান থাকায় মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।
[৭] এরপর ২০০৩ সালে হাইকোর্ট নুরুলের যাবজ্জীবন বহাল রাখেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান নুরুল। একইসঙ্গে আপিল শুনানি অবস্থায় তার জামিন চেয়েও আবেদন করা হয়।