শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ১০:০৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয়বারের মতো চার সপ্তাহের লকডাউনে যাচ্ছে ফ্রান্স

তাহমীদ রহমান: [২] শনিবার এক সরকারি আদেশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হাসপাতালগুলোতে করোনা রোগী বাড়তে থাকায় আগামী মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর হবে দেশটিতে। বিবিসি,ওয়ার্ল্ডোমিটার

[৩] শনিবারের আদেশে ম্যাক্রোঁ জানান, লকডাউন জারির ফলে আগামী মঙ্গলবার থেকে ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠান এবং নিত্য-প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করে এমন দোকান ও বিপণীবিতানগুলো বন্ধ থাকবে। দেশজুড়ে সন্ধ্যা সাতটা থেকে ভোর ছয়টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।

[৪] এছাড়া লকডাউন চলাকালে কোনো ব্যক্তি যদি আবাসস্থল থেকে ১০ কিলোমিটারের অধিক দূরের কোনো জায়গায় যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌক্তিক কারণ দর্শাতে হবে।

[৫] শুক্রবার আইসিইউ ইউনিটগুলিতে গুরুতর অসুস্থ কোভিড রোগীদের সংখ্যা বেড়েছে ১৪৫জন। পাঁচ মাসের মধ্যে এটি সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার ঘটনা।

[৬] প্রেসিডেন্ট ইমানুয়েল কোভিড রোগীদের জন্য হাসপাতালের বেড বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্রান্স বর্তমানে আইসিইউতে প্রায় পাঁচ হাজার কোভিড রোগী রয়েছেন। শুক্রবার দেশটিতে ৪৬ হাজার ৬৭৭ টি নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং ৩০৪ জন মারা গেছে।

[৭] ওয়ার্ল্ডোমিটার বলছে, করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বের চতুর্থ শীর্ষস্থানে রয়েছে ফ্রান্স। গত বছর নভেম্বর-ডিসেম্বর থেকে সংক্রমণের হার কিছুটা স্থিতিশীল থাকলেও মার্চ মাস থেকে তা আবার বাড়তে শুরু করে ফ্রান্সে।

[৮] গত ডিসেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে ফ্রান্স। কিন্তু বিভিন্ন কারণে ফ্রান্সসহ পুরো ইউরোপে সম্প্রতি এই কর্মসূচির গতি কমে গেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়