শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ডেমরায় অটিজম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বশির উদ্দিন: [২] বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় অটিজম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়ছে। এস.কে চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও মানবিক বাংলাদেশ ডেমরা থানা শাখার সার্বিক সহযোগীতায় শুক্রবার বিকেলে সারুলিয়া মা হলি সিটি টাওয়ারের তৃতীয় তলায় এ বিতরণ কর্মসূচী পালন করা হয়।

[৩] এ সময় ওই ফাউন্ডেশনের কার্যালয়ে ২০ জন অটিজম শিশুদের মাঝে এ খাবার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী শারমীন সাথী, মানবিক বাংলার সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক কাজী হোসেন নাঈম, ইসমাইল হোসেন মিঠু প্রমূখ।

[৪] এ বিষয়ে মিজানুর রহমান মিজান ও শেখ শারমীন সাথী বলেন অটিজম শিশুদের কল্যানে কাজ করা আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ওই মোতাবেক আমরা আমাদের সাধ্য মতো এসব শিশুদের নানাভাবে সহযোগীতা করে আসছি। আমাদের প্রতিটি কার্যক্রমে ডেমরা অঞ্চলের আরও কয়েকটি সেবামূলক সংগঠন আমাদের সহায়তা প্রদান করে থাকেন।

[৫] তারা আরও বলেন, অটিজম শিশুদের কল্যানে আমাদের দেশের সরকারও নানাভাবে সহযোগীতা করে আসছেন। সরকারের পাশাপাশি এ সকল শিশু-কিশোরদের সহযোগীতা করার জন্য সমাজের বিত্তবান মানুষ ও সেবামূলক সংগঠনগুলোকে আরও এগিয়ে আসতে হবে। কারন এ সকল শিশু-কিশোররা আমাদের সমাজেরই অংশ। আমাদেরই সন্তান। তাদের ভালো রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে।বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়