শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে সিগারেটের আগুনে পুড়ল ১০ বিঘা পানবরজ, কৃষক দগ্ধ

মঈন উদ্দীন: [২] অগ্নিকাণ্ডে পানবরজে কাজ করার সময় ইব্রাহিম নামের এক কৃষক দগ্ধ হয়েছেন।

[৩] শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[৪] এ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

[৫] ফায়ার সার্ভিস অ্যান্ড সির্ভিল ডিফেন্স দুর্গাপুরের টিম লিডার আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মিরা স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই গোপালপুর এলাকার কৃষক ইব্রাহিম, আজিজ, আব্দুস সাত্তার, আব্দুল মজিদ, কফের, ইছাহাক, ফজলু হক, সোহেল, আশরাফুল, রফিক, আমজাদ, সাহাবুর ছাত্তারসহ ১২ জন কৃষকের প্রায় ১০বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।

[৬] তিনি আরও বলেন, সকলের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পার্শ্ববর্তী আরও প্রায় ২০বিঘা জমির পান বরজ আগুন থেকে রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

[৭] ভুক্তভোগী কৃষক সোহেল, আশরাফুল, রফিক, আমজাদ বলেন, এখন সব পানবরজে পর্যাপ্ত পান রয়েছে। বাজারে দাম ভাল পাওয়ায় চাষিরা এসব পানবরজে পরিচর্যা করছিলেন।

[৮] শুক্রবার জুম্মার নামাজের পরপরই পাশের বরজ থেকে আগুনসহ ধোয়া উঠতে শুরু করে। তাদের ধারণা পানবরজে কাজ করার সময় সিগারেটের আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

[৯] তারা আরও বলেন এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন কৃষকের প্রায় ১০বিঘা পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়