মিনহাজুল আবেদীন: [২] শুক্রবার বিবিসি বাংলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক আরও বলেন, হেফাজতকে নিয়ে অপপ্রচার হচ্ছে। কিছুটা মিথ্যা বা অপপ্রচার হচ্ছে। তবে সহিংস ঘটনাগুলোর প্রেক্ষাপটে সংগঠনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়বে না।
[৩] মামুনুল হক বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সব অভিযোগ খন্ডন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
[৪] তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলের একজন এমপির নেতৃত্বে মাদ্রাসার ওপর হামলা হয়েছে। এই ঘটনার পিছনে আমাদের মাদ্রাসা বা হেফাজতের কোনও কর্মী জড়িত নেই। এতে বেশি ভূমিকা রেখেছে সাধারণ জনগণ ও এলাকার মানুষ। এই দায় কোনওভাবেই হেফাজতের ওপর দেয়া উচিত নয়।
[৫] লেখক শরীফ মোহাম্মদ বলেন, এই ঘটনাগুলোর নেতিবাচক প্রভাব হেফাজতের ওপর পড়তে পারে। তবে পরিস্থিতিটা সরকারের জন্যই বেশি ক্ষতিকর হয়েছে।
[৬] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনও ছাড় দেয়া হবে না। সম্পাদনা : রাশিদ