সৌরভ ঘোষ: [২] কুড়িগ্রামের চিলমারী ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাংচুরকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ।
[৩] শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম লিচু।
[৪] সংবাদ সম্মেলনে জানান হয়, গত ২৮ মার্চ রাত ১০টার দিকে আমিনুল ইসলাম ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দলীয় কার্যালয় ভাংচুর করে।
[৫] এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করা হয়। এ ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২শ জনের নামে চিলমারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বাদি হয়ে চিলমারী থানায় মামলা দায়ের করেন।
[৬] ঘটনার পরের দিন মামলা হলেও এখনও কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের করে বিচারের দাবি জানানো হয়।