শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৭ দিনে এভারেস্টের ২.২ টন আবর্জনা পরিস্কার করলেন নেপালি পর্বতারোহীরা

রাশিদুল ইসলাম : [২] পৃথিবীর শীর্ষতম পর্বতশৃঙ্গ এভারেস্টে পরিবেশ দূষণের খবর আর নতুন নয়। বছরের পর বছর সারা পৃথিবীর অভিযাত্রীরা গিয়ে নোংরা করে এসেছেন এভারেস্টের পাদদেশ। যা অব্যাহত রয়েছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] নেপালি ভাষায় এভারেস্টের নাম সাগরমাথা। এবার সেই সাগরমাথাকে পরিষ্কার করতে একটানা ৪৭ দিনের অভিযান শেষে নামিয়ে আনলেন ২.২ টন ময়লা।

[৪] এমনিতেই প্লাস্টিক দূষণের জেরে নাভিশ্বাস উঠেছে সারা পৃথিবীর। প্লাস্টিকের বোতল, ক্যান, খাবারের প্যাকেট, রান্নার উচ্ছিষ্ট, পরিত্যক্ত অক্সিজেন সিলিন্ডার ফেলে এভারেস্টকে আবর্জনাময় করে তুলেছেন পর্বতারোহীরাই।

[৫] গত বছর কোভিড মহামারী শুরু হলে নেপালে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণার পর এধরনের আবর্জনা দূষণ থেকে কিছুটা রক্ষা পায় এভারেস্ট। ফের পর্বতারোহন শুরুর আগেই এভারেস্ট সাফাই অভিযান শেষ করলেন স্থানীয় পর্বতারোহীরা।

[৬] সুইস লাক্সারি ব্র্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে বালি পিক আউটলুক এ অভিযানের আয়োজন করে। এতে প্রধান ভূমিকা রাখেন নেপালি পর্বতারোহী ও পরিবেশকর্মী দাওয়া স্টিভেন শেরপা। তিনি এধরনের অভিযান ২০০৮ সাল থেকে বিভিন্ন পর্বতে সাফাই অভিযান চালাচ্ছেন দাওয়া। একটি তথ্যচিত্রও প্রকাশিত হয়েছে তাঁর এই কাজ নিয়ে। প্রকাশিত হয়েছে একাধিক ভিডিও। দাওয়ার নেতৃত্বে এভারেস্ট-সহ নেপালের মোট আটটি পর্বতে সাফাই অভিযান চালাচ্ছেন পর্বতারোহীরা।

[৭] এবারের অভিযান শেষে স্টিভেন শেরপা বলেন, যেন ঈশ্বরের সারা শরীরে কাঁটা বিঁধে ছিল, আমরা গিয়ে মুক্ত করলাম তাকে। এভারেস্ট আমাদের ঈশ্বর, তাকে রক্ষা করা আমাদের কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়