সারোয়ার জাহান: [২] শুক্রবার (২এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
[৩] প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু, এ নিয়ে ৯ হাজার ১৫৫ জনের মৃত্যু, নতুন করে ৬ হাজার ৮৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত।
[৪] প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মোট ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ১৫৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
[৫] স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে।