শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মৃতদেহের ডিএনএর ভুল তথ্য সরবরাহ, রিপোর্ট জমা দিতে হাসপাতালের গড়িমসি

মিনহাজুল আবেদীন: [২] শুক্রবার (২ এপ্রিল) যমুনা টিভির এক প্রতিবেদনে পুলিশ জানায়, পরপর ৪টি মৃতদেহের ভুল ডিএনএ রিপোর্ট দেয়া হয়েছে। একাধিকবার রিপোর্ট পাঠানোর পরেও ভুল তথ্য দেয়া হয়েছে। কখনো নারী বা শিশুর ডিএনএ রিপোর্টের স্যাম্পল পাঠানো হয়।

[৩] ২০২০ সালে যমুনা নদী থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশকে আলামত হিসেবে দেয়া হয় পুরুষের ডিএনএর তথ্য, পরে সেটি যাচাই করলে নারীর তথ্য পাওয়া যায়।

[৪] হাসপাতালের ডোম রানা হরিজন বলেন, আমি সুইপার থেকে ডোমে আসছি। ডাক্তারের নির্দেশ মোতাবেক সব কাজ এবং তথ্য সংগ্রহ করি।

[৫] সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. ফরিদুল ইসলাম বলেন, বেশির ভাগ সময় ভিসারা রিপোর্টের জন্য আসা হয় ২ থেকে ৬ মাস পর। সেজন্য রিপোর্টগুলো ত্রুটিপূর্ণ হয়।

[৬] পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ডোমদের অদক্ষতার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তবে ডাক্তারদের আরও মনোযোগী হতে হবে। সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়