শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৮:৩৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পর জ্বলে উঠল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল

রাহুল রাজ: [২] বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর পর্দা উঠে বৃহস্পতিবার।

[৩]বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গেইট দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বেলা ৩টায়। সাড়ে ৫টা পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে পর্দায় তুলে ধরা হয় বাংলাদেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্য গাঁথা।

[৪]সন্ধ্যা পৌনে ৭টায় বাজানো হয় জাতীয় সঙ্গীত। এরপরই শুরু হয় অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী; এক ঝলকে তুলে ধরা হয় দেশের খেলাধুলা সম্পর্কে। খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠে প্রবেশ করবেন ৬টায় ৫২ মিনিটে। প্রতিযোগিতার শপথবাক্য পাঠ করাবেন দেশের তারকা আর্চার রোমান সানা।

[৫] স্বাগত বক্তব্য রাখবেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। শুভেচ্ছো বক্তব্য রাখেন বিওএ সভাপতি ও গেমসের সাংগঠিক কমিটির নির্বাহী চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এরপরে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

[৬] সোয়া ৭টায় ভার্চুয়ালি বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মশাল প্রজ্জ্বলন করেন গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ এসএ গেমসে ২টি স্বর্ণপদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শীলা।

[৭]অনুষ্ঠানের শেষ দিকে মাসকট প্যারেড. বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে প্রদর্শনী। স্টেজ শো। সাড়ে ৮টায় শুরু হওয়ার লেজার শো, পাইরো এবং আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা ওঠে দেশের সবচেয়ে বড় ক্রীড়া পর্বের। [৮]সাতটি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ৩১ ডিসিপ্লিনে পদক ১২৭১ টি এর মধ্যে সোনার পদক রয়েছে ৩৭৮টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়