শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান বিজ্ঞপ্তিতে জানান, এরমধ্যে পুরুষ ২৪ হাজার ২৯৬ জন ও নারী ১৮ হাজার ৬৪ জন।
[৩] এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ৫৪ লাখ ১২ হাজার ৭৯১ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৬৩ হাজার ৫৯৫ জন ও নারী ২০ লাখ ৪৯ হাজার ১৯৭ জন এর মধ্যে ৯৩৬ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।
[৪] পাশাপাশি এপর্যন্ত করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৬৮ লাখ ৩৮ হাজার ৮১৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীতে টিকা নিয়েছেন ৬ হাজার ৩৫৭ জন।
[৫] পুরুষ ৩ হাজার ৯৪৯ জন ও নারী ২ হাজার ৪০৮ জন । এ পর্যন্ত মহানগরীতে টিকা নিয়েছেন ৮ লাখ ৪৭ হাজার ৭৭১ জন। এরমধ্যে পুরুষ ৫ লাখ ৪৩ হাজার ৪৮৪ জন আর নারী ৩ লাখ ৪ হাজার ২৮৭ জন। গতকাল পর্যন্ত দেশে মোট নিবন্ধন করেছে ৬৮ লাখ ৩৮ হাজার ৮১৫ জন।