শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমইউ এ আরও শতাধিক সাধারণ শয্যা চালু হচ্ছে: ডা. মো. শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমইউ)’র উপচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, কোভিড-১৯ এর ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে খুব শীঘ্রই আরও সাধারণ শয্যা সংখ্যা ৫০টি এবং আইসিইউর শয্যা সংখ্যা আরও ১০টি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন ।

[৩] উল্লেখ্য, বর্তমানে করোনা সেন্টারে ২০টি আইসিইউ শয্যাসহ সর্বমোট ১৮৭টি শয্যা চালু আছে। বৃস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত ‘করোনা পরিস্থিতি: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ক্রমবর্ধমান করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

[৪] তিনি সভা সমাবেশ বন্ধ রাখা, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখাসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানও আপাতত বন্ধ রাখার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণকে মোকাবেলা এখন প্রধান চ্যালেঞ্জ।

[৫] নবনিযুক্ত উপচার্য বলেন, সকলের সহযোগিতা নিয়েই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, গবেষণা, ও সেবা কার্যক্রমকে এগিয়ে নেয়া হবে। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে অনলাইন সেবা কার্যক্রম আরো গতিশীল করা হবে। হাসপাতালে রোগীদের সাথে আসা অতিরিক্ত এ্যাটেনডেন্টদের নিয়ন্ত্রণ করা হবে।

[৬] তিনি বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে বিএসএমএমইউতে করোনা ভাইরাস অ্যান্টিজেনও র‌্যাপিড টেস্ট করা হবে। উপচার্য বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যথাসময়ে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম যথাসময়ে শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়